গাংনীর-মিনাপাড়ায়-শিশু-আবির-হত্যার-ঘটনায়-পুলিশের-ব্রিফিং
এম-এ-লিংকন-মেহেরপুর-জেলা-প্রতিনিধি : মেহেরপুরের-গাংনী-উপজেলার-ষােলটাকা-ইউনিয়নের-মিনাপাড়া-গ্রামে-শিশু-আবির-হোসেন-১২-হত্যার-ঘটনার-জট-খুলেছে।-মোবাইলফোনের-পাসওয়ার্ড-হাতিয়ে-নেয়া-ও-ফ্রি-ফায়ার-খেলাকে-কেন্দ্র-করে-আবিরকে-হত্যার-শিকার-হতে-হয়েছে-বলে-গাংনী-থানার-ওসি-বজলুর-রহমান-এক-ব্রিফিংয়ে-জানিয়েছেন।-বুধবার-দুপুরের-দিকে-সাংবাদিকদের-সাথে-ব্রিফিংয়ে-গাংনী-থানার-ওসি-এ-তথ্য-জানান। ওসি-বজলুর-রহমান-জানান-চুয়াডাঙ্গার-আলমডাঙ্গা-উপজেলার-শরিষাডাঙ্গা-গ্রামের-মালয়েশিয়া-প্রবাসি-আসাদুল-হকের-ছেলে-আবির-হোসেন-১২-তার-মায়ের-সাথে-নানার-বাড়ি-মেহেরপুরের-গাংনী-উপজেলার-ষোলটাকা-ইউনিয়নের-মিনাপাড়া-গ্রামে-১০-বছর-যাবত-বসবাস-করে-আসছিল।-গত-২৬-জুন-বিকেলে-শিশু-আবির-তার-নানার-গ্রাম-থেকে-নিখোঁজ-হয়। -নিখোঁজের-পর-এদিন-শনিবার-দিবাগত-রাত-১২টার-দিকে-একটি-পাটক্ষেত-থেকে-আবিরের-হাত-বাধা-লাশ-উদ্ধার-করা-হয়।-এ-ঘটনায়-জড়িত-সন্দেহে-মিনাপাড়া-গ্রামের-মিরাজুল-ইসলামের-ছেলে-মোস্তফা-আল-মুজাহিদ-ও-একই-গ্রামের-বাসিন্দা-ও-ষােলটাকা-ইউনিয়ন-পরিষদের-সদস্য-নুহু-নবীর-ছেলে-জুনাইদ-ইসলাম-ওরফে-হামিমকে-পুলিশ-হেফাজতে-নেয়া-হয়।-এ-ঘটনায়-একটি-হত্যা-মামলা-হয়।-মামলা-নং-২৩-তারিখ-২৭-০৬-২১-ইং। -পরে-তাদের-জিজ্ঞাসাবাদে-হত্যার-জট-খুলতে-শুরু-করে।-জিজ্ঞাসাবাদে-মুজাহিদ-জানায়-আবির-আমার-মোবাইলফোন-মাঝে-মাঝে-ব্যবহার-করতো।-এমনকি-ফ্রি-ফায়ার-খেলতাে।-এবং-মোবাইলফোনের-পাসওয়ার্ড-কৌশলে-নিজের-আয়ত্বে-নেয়।-আবির-মোবাইলফোনের-পাসওয়ার্ড-গোপনে-ব্যবহার-করে-আমার-মোবাইলফোনের-মোটা-অংকের-টাকা-উত্তোলন-করে।-আমি-পাসওয়ার্ড-উদ্ধারের-জন্য-তাকে-অনুরোধ-করলেও-সে-দিতে-চাইনা। বরং-পাসওয়ার্ড-পরিবর্তন-করে।-এ-ক্ষোভ-থেকে-তাকে-মিনাপাড়া-গ্রামের-মাঠে-নিয়ে-বন্ধু-হামিমকে-সাথে-করে-আবিরকে-হত্যা-করি।-এদিকে-আবিরকে-হত্যা-শেষে-আবিরের-নিজস্ব-মােবাইলফােনটি-মুজাহিদের-হেফাজতে-নেয়। এসময়-মুজাহিদ-ওই-মােবাইলফােন-দিয়ে-আবিরের-বাবা-মালয়েশিয়া-প্রবাসি-আসাদুলের-কাছে-মুক্তিপণের-দাবিকরে।-আসাদুল-তার-শিশু-পুত্র-আবিরকে-মুক্ত-করতে-টাকা-দিতেও-রাজি-হয়েছিল।-কিন্তু-তার-আগেই-আবির-মারা-গেছে।-এবং-হত্যাকারীরা-টাকা-নেয়ার-বিষয়ে-পরে-আগ্রহ-দেখায়নি। এদিকে-মুজাহিদ-ও-হামিমকে-শিশু-সদনাগারে-রাখা-হয়েছে।-শিশু-আবির-হত্যার-কয়েক-ঘণ্টা-পর-গাংনী-থানা-পুলিশের-তৎপরতায়-হত্যাকারীদের-সনাক্ত-ও-আটক-করার-ফলে-এলাকাবাসি-মধ্য-একটি-আস্থা-তৈরী-হয়েছে।-এলাকাবাসীর-দাবি-শিশু-আবির-হত্যাকারীদের-আইনের-আওতায়-নিয়ে-দ্রুত-সময়ের-মধ্য-বিচার-কাজ-সম্পন্ন-করতে-হবে।-তাহলে-অপরাধীরা-মাথা-চাড়া-দিতে-পারবেনা।